এসপানিওলকে উড়িয়ে দিল বার্সা
মেসি জাদুতে দারুণ জয় পেয়েছে লা লিগা জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসির হ্যাটট্রিকের দিনে তার দল বার্সা জয় পেয়েছে ৫-১ গোলের ব্যবধানে।
৯০ প্লাস মিনিটের ম্যাচে সারাক্ষণ মেসির দল প্রতিপক্ষ এসপানিওলকে চাপিয়ে-দাপিয়ে একেবারে চিঁড়ে-চ্যাপ্টা করে রেখেছে। বার্সা এই ম্যাচে সহজ জয় তুলে নিয়ে লিগে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে। অথচ ১ গোলে পিছিয়ে পরে প্রথমার্ধ শেষ করতে যাচ্ছিল বার্সা। প্রথমার্ধের শেষ মিনিটে মেসির এক সমতাসূচক গোলে পাল্টে গিয়েছে দৃশ্যপট। প্রথমার্ধে খেলা যখন ১-১ গোলে ড্র তখনো মনে হয়নি ম্যাচ শেষে কী ঘটতে যাচ্ছে এসপানিওলের ভাগ্যে। পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর রিয়াদ মাদ্রিদ এখনো মেসির বার্সার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে। ১৪ ম্যাচে রিয়ালের ৩৬ পয়েন্টের বিপরীতে বার্সার ৩৪ পয়েন্ট।
গোল করার জন্য ৪৫ মিনিট ব্যয় করলেও একের পর এক হানায় মেসির বার্সা ব্যতিব্যস্ত করে রেখেছে এসপানিওলকে। তবে সমতায় ফিরেই যেন ছন্দ খুঁজে পেয়েছে বার্সা। আর গোলের সঙ্গে যার চির সখ্য, মেসি পেয়েছেন গোলের উৎসের সন্ধান। তাতে মেসির বাজিমাত। মেসি দলের পক্ষে ৪৫, ৫০ এবং ৮১ মিনিটে গোল করেছেন। বার্সার হয়ে আরো ২ গোল করেছেন পিকে এবং পেড্রো।
অনেকটা ধারার বিপরীতেই গোল আদায় করে নিয়েছেন স্প্যানিওলের গার্সিয়া। ১৩ মিনিটের মাথায়ই দলকে আনন্দে ভাসিয়েছিলেন গার্সিয়া। সেই আনন্দ ম্যাচ শেষে শ্মশানের নীরবতায় পরিণত হয়েছে। এসপানিওল লিড ধরে রেখেছিল প্রথমার্ধের অন্তিম লগ্ন পর্যন্ত। কিন্তু অভাবিত মেধাবী গোল মেশিন মেসিকে আটকে রাখে সাধ্য কার। দল সমতায় ফিরিয়ে নিয়েই ড্রেসিংরুমে গিয়েছিলেন মেসি-পিকেরা।
স্প্যানিশ লিগে হ্যাটট্রিকের মহড়া যেন চলছেই। ৬ ডিসেম্বর হ্যাটট্রিকের রেকর্ড গড়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তার একদিন না পেরুতেই লিওনেল মেসি দুরন্ত জবাব দিয়েছেন। রিয়াল মাদ্রিদ লিগে ২৩তম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন লিগে। একই সঙ্গে করলেন নিজের ২০০তম গোল। আর মেসি করেছেন ২১তম হ্যাটট্রিক।
রোনালদোর চেয়ে হ্যাটট্রিকে পিছিয়ে থাকলেও লা লিগায় গোল সংখ্যায় মেসি ছাপিয়ে যাচ্ছেন সবাইকে। এই হ্যাটট্রিকে মেসির গোল গিয়ে দাঁড়িয়েছে ২৫৬-তে। অবশ্য চলতি মৌসুমে রোনালদো-মেসি দ্বৈরথ বেশ জমজমাট। ২১ ম্যাচে রোনালদো অবশ্য গোলে বেশ এগিয়ে মেসির চেয়ে। রোনালদোর গোল ২৯টি। আর মেসি ১৯ ম্যাচে গোল করেছেন ১৯টি।