সাঙ্গাকারা-ম্যাথুজের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কার জয়


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

চতুর্থ ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সাত ম্যাচ সিরিজে ৩-১ এ এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। ইংল্যান্ডের করা ২৬৫ রানের জবাবে সাঙ্গাকারা, ম্যাথুজ ও জয়াবর্ধনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

স্বাগতিকদের হয়ে সাঙ্গাকারা ৮৬, ম্যাথুজ ৫১* ও জয়াবর্ধনে ৪৪ রান করেন। পেরেরা করেন ৩১ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান দুটি উইকেট লাভ করেন। মঈন আলী ও ওকস একটি করে উইকেট লাভ করেন।

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। দলীয় ২৮ রানের মাথায় দিলশান ব্যক্তিগত ১৬ রান করে ওকসের বলে মরগানকে কট দিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে পেরেরাকে নিয়ে ৪১ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেন সাঙ্গাকারা।

দলীয় ৬৯ রানে পেরেরা ফিরে গেলে জয়াবর্ধনেকে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন সাঙ্গাকারা। দলীয় ১৬৫ রানে জয়াবর্ধনে ফিরে গেলে ম্যাথুজকে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাঙ্গাকারা। দলীয় ২১৪ রানের মাথায় ১০৫ বলে ৮৬ রান করে সাঙ্গাকারা ফিরে গেলে দলকে আর বিপদে পড়তে দেননি দলনায়ক ম্যাথুজ।

পঞ্চম উইকেট জুটিতে থিরিমান্নেকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান অ্যাঞ্জেলো ম্যাথুজ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জেমস টেইলর, মরগান ও জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ইনিংসে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৬৫ রান সংগ্রহ করে ইংলিশরা। টেইলর সর্বোচ্চ ৯০, মরগান ৬২ এবং রুট করেন ৩৬ রান। লঙ্কানদের হয়ে মেন্ডিস, হেরাথ ও দিলশান তিনটি করে উইকেট লাভ করেন।

টসে জিতে ব্যাট করতে নামার পর ২৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে রুটকে নিয়ে টেইলর ৯৩ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। দলীয় ১২২ রানে ব্যক্তিগত ৩৬ রান করে জো রুট ফিরে গেলেও চতুর্থ উইকেট জুটিতে বোপারাকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

কিন্তু এরপর মেন্ডিস-দিলশান ও হেরাথে ত্রি-মুখী আক্রমণে বড় সংগ্রহের আশা জাগিয়েও ২৬৫ রানে থেমে যেতে হয় মরগানের দলকে। শেষদিকে মরগান ৪৭ বলে ৬২ রান করে একটি সম্মানজনক স্কোর গড়তে দলকে সাহায্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।