৪০৮ এর খেলা


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

প্রত্যেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় ‘৪০৮’ লেখা বিশেষ একটি জার্সি পরেন। ফিলিপ হিউজের ব্যাগি গ্রিনে শোভা পেত এই নম্বরটি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে সকালে সব খেলোয়াড় স্টেডিয়ামের ‌‘৪০৮’ লেখা দেয়ালের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। হিউজের স্মরণে দেখানো হয় একটি বিশেষ ভিডিও চিত্র। যার ধারা বর্ণনায় থাকেন কিংবদন্তি ধারাভাষ্যকার রিচো বেনো। হিউজের ‘৬৩’ রানের অসমাপ্ত শেষ ইনিংস স্মরণে দু`দল ‘৬৩’ সেকেন্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।

তবে নীরবতার বদলে এসময় করতালির মাধ্যমে হিউজের অর্জনকে স্বাগত জানান সবাই। সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৈরি করা হিউজের একটি স্মারক, টেস্ট জুড়ে থাকবে স্টেডিয়ামের দক্ষিণ প্লাজায়। দ্য অ্যাডভারটাইজার দৈনিকের পক্ষ থেকে ছাপানো ‘হিউজ ৬৩ নট আউট’ লেখা একটি কাগজ শোভা পায় দর্শকদের হাতে। অথচ দু`সপ্তাহ আগেও ব্যাপারটা ছিল অন্যরকম। সব কিছু ঠিকঠাক থাকলে ব্রিসবেন টেস্টটা সদ্যই শেষ হওয়ার কথা।

দলের দুই অধিনায়কের খেলার সম্ভাবনা কতটুকু অ্যাডিলেড টেস্ট শুরুর আগে সেটা নিয়েই আলোচনা হতো সবচেয়ে বেশি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের জায়গায় হয়তো একাদশে দেখা যেত ফিলিপ হিউজকে। কিন্তু এসব ক্রিকেটীয় আলোচনাকে ভেস্তে দিয়েছেন হিউজ নিজেই। শেভিল্ড শিল্ডের ম্যাচে পেসার শন অ্যাবটের বাউন্সারে জীবন অধ্যায়ের ইতি ঘটে এই ক্রিকেটারের।

অস্ট্রেলিয়ানদের জন্য হিউজকে হারানোর শোক এতোটাই তীব্র ছিল যে ব্রিসবেন টেস্টকে বাতিলই ঘোষণা করতে হয়। চার টেস্টের সিরিজটা ছোট হয়ে তিন টেস্টে পরিণত হয়। তবে সময় এসেছে নতুন করে শুরু করার। যেমনটা হিউজের শেষকৃত্য অনুষ্ঠানে এসে ঘোষণা করে দিয়েছিলেন, আমাদের খেলে যেতেই হবে।

অ্যাডিলেড ওভালে মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় ভোর ছয়টায়। টেস্টের আগে অস্ট্রেলিয়ানদের জন্য সুখবর হচ্ছে অধিনায়ক হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে অধিনায়কত্বের দিক থেকে অস্ট্রেলিয়ানদের ঠিক বিপরীত অবস্থানে আছে সফরকারীরা। বাঁ-হাতের বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে একাদশে সুযোগ পাচ্ছেন না নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়াবেন ঋদ্ধিমান সাহা। আর প্রথমবারের মত ভারতীয় টেস্ট দলের নেতৃত্বে দেখা যাবে বিরাট কোহলিকে।

আছেন হিউজও... অ্যাডিলেড টেস্টে তিনি না থেকেও থাকবেন আগে থেকেই সেটা অনুমান করা গিয়েছিল। রীতিমত টেস্ট দলের স্কোয়াডেও জায়গা করে নিলেন ফিলিপ হিউজ। অকালপ্রয়াত এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষণা করা ১৩ সদস্যের স্কোয়াডে ত্রয়োদশ সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর সাথে ম্যাচে প্রত্যেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জার্সিতে লেখা থাকবে ‘৪০৮’। হিউজের টেস্ট ক্যাপে শোভা পেত এই সংখ্যাটাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।