প্রথম টেস্টে ওয়ার্নারের সেঞ্চুরি


প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। সতীর্থ ফিল হিউজের অকালমৃত্যুতে শোকাহত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অসাধারণ খেলেই শেষ করেছেন প্রথম দিনের খেলা। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের দলীয় স্কোরে জমা হয়েছে ৩৫৪ রান।

ভারতের বিপক্ষে এ্যাডিলেড ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। শুরুটা আহামরি হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৮৮ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সাজঘরে ফিরে গেছেন ক্রিস রর্জাস (৯) ও শেন ওয়াটসন (১৪)। তবে উদ্বোধনী জুটিতে নান্দনিক ব্যাটিং করেছেন ওয়ার্নার। তৃতীয় উইকেটে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অধিনায়ক ক্লার্ক।



ওয়ার্নার-ক্লার্ক জুটি দারুণভাবে শাসন করেছে ভারতীয় বোলারদের। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৪৪ ওভারের সময় পুরনো ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে (রিটায়ার্ড হার্ট) গেছেন ক্লার্ক। ক্লার্ক মাঠ ছাড়ার আগে এই জুটিতে এসেছিল ১১৮ রান। কোমরের ইনজুরির জন্য অপরাজিত ৬০ রান করেই মাঠ ছেড়েছেন স্বাগতিক অধিনায়ক।


অধিনায়ক মাঠ ছাড়লেও হাল ছাড়েননি ওয়ার্নার। যদিও হিউজের মৃত্যুতে এমনিতেই মানসিকভাবে চাপে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তা ভালভাবেই সামাল দিয়েছেন ওয়ার্নার। আদায় করে নিয়েছেন চলতি বছরের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এ বছর ৭টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর সব মিলে করেছেন ৯টি সেঞ্চুরি।


অভিষিক্ত কার্ন শর্মার বলে আউট হওয়ার আগে ১৪৫ রান করেছেন ওয়ার্নার। কোনো ছয় না থাকলেও ১৯টি চার রয়েছে তার ইনিংসে। এ ছাড়া শন মার্শ ৪১ রান করেছেন। দিন শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৪ রান। ৭২ রানে অপরাজিত রয়েছেন স্টিভেন স্মিথ। ২টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও বরুন অ্যারন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।