নৌবাহিনী অধ্যায়ের ইতি টানলেন সাঁতারু সাগর
দেশের সাঁতারের অন্যতম নাম মাহফিজুর রহমান সাগর। ২০১১ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তিনি। আজ (রোববার) থেকে তিনি আর বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সম্পৃক্ত নন, ছেড়ে দিয়েছেন চাকরি।
দীর্ঘ ১২ বছর চাকরি করা এই মাহফিজুর রহমান সাগরকে রোববার বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। মাহফিজুর রহমান সাগর বলেছেন, 'আমার একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলো। বাংলাদেশর ক্রীড়া জগতের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী। একজন সাঁতারু হিসেবে এমন প্রতিষ্ঠানের অংশ হতে পারাটা ছিলো সম্মানের।’
‘আমার সাঁতারের ছোট বড় যে সব অর্জন রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর অবদান অনস্বীকার্য। আমার বিদায়লগ্নে আমি প্রিয় এই সংস্থার সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে কোচ ও সাঁতারু যারা আমার সতীর্থ ছিলেন। তারা ছাড়া হয়তো আমার এমন বর্ণিল সাঁতার জীবন সম্ভব হতে পারতো না। দেশসেরা এই টিমকে মিস করবো।'
বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু জাতীয় চ্যাম্পিয়নশিপে ৫০টির মতো স্বর্ণ জিতেছেন। আন্তঃসার্ভিস সাঁতারে তার স্বর্ণ আছে ৪০টি। আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় ১৬ এবং আন্তর্জাতিক সাঁতারে একটি স্বর্ণ জিতেছেন সাগর। রৌপ্য আছে ২৫টির মতো।
২০১৬ সালে থাই ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন সাগর। ওই অর্জনকে নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য হিসেবে উল্লেখ করলেন তিনি। সাউথ এশিয়ার গেমসে ৩টি রৌপ্য ও ৯ টি তাম্র পদক জিতেছেন তিনি।
বাংলাদেশ নৌবাহিনীর চাকরি ছেড়ে কি করবেন মাহফিজুর রহমান সাগর? 'আসলে আমি সাঁতারের মানুষ। সাঁতারই আমার ধ্যানজ্ঞ্যান। আমি সাঁতারের সঙ্গেই থাকতে চাই। আমার ভালো একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনার মাধ্যমে আমি দেশের সাঁতারের জন্য কাজ করবো'- জাগো নিউজকে বলছিলেন মাহফিজুর রহমান সাগর।
আরআই/আইএইচএস/