বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ এপ্রিল ২০২৪

আগামী ২৩ থেকে ২৮ এপ্রিল চীনের সাংহাইতে অনুষ্ঠিত হবে আরচারি বিশ্বকাপ স্টেজ-১। এ প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের তিন আরচার। তিনজই রিকার্ভ ইভেন্টের পুরুষ আরচার। তারা হলেন-এ সময়ের দেশসেরা পুরুষ আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর ইসলাম।

তিন আরচারের সঙ্গে কোচ যাচ্ছেন জার্মানির মার্টিন ফ্রেডরিখ। ম্যানেজার হিসেবে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।

এবারের বিশ্বকাপে কোনো নারী আরচার পাঠাচ্ছে না ফেডারেশন। এর কারণ হিসেবে সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন, ‘ছেলেদের অলিম্পিক কোটা প্লেসের সুযোগ আছে। তাই এখানে শুধু ছেলেদের পাঠানো হচ্ছে। আমরা আশা করছি, তিনজনের একজন প্যারিস অলিম্পিকের কোটা প্লেস পেয়ে যাবেন।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।