হ্যাপিকে নিয়ে কোন কথা নয় : রুবেল


প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

হ্যাপিকে নিয়ে গণমাধ্যমে কোন কথা বলবেন না বলে জানিয়েছেন আলোচিত পেসার রুবেল হোসেন। দশ দিন পর রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন রুবেল। এসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও হ্যাপি ইস্যুতে কোন প্রশ্ন করা যাবে না শর্তে কথা বলেন তিনি।

দীর্ঘদিন পর স্টেডিয়ামে এসে হালকা অনুশীলন করেই ফিরেছেন রুবেল। এসময় আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে রুবেল বলেন, ‘আমি আশা করি, বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারব। জিম্বাবুয়ে সিরিজে মোটামুটি ভালই পারফর্ম করেছি। প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে খেলেছি। সেখানেও বেশ ভাল বল হয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপার লিগে ভাল কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। বিশ্বকাপ খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমিও  সেই স্বপ্ন দেখছি।’

রুবেল আরও বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট সাধারণত বাউন্সি হয়। সেখানে পেসারদের ভূমিকা বেশি থাকবে। আমার বিশ্বাস সেভাবেই প্রস্তুতি নিতে পারব। আগামী মাসে ক্যাম্প শুরুর কথা রয়েছে। সেখানে আমার প্রস্তুতি যেমনটা হওয়ার দরকার, তেমটাই হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।