আনুশকার ফটোশুটে বিরক্ত বিরাট


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বলিউড তারকা আনুশকা শর্মার দীর্ঘ প্রেমের কথা এখন সবারই জানা। তবে মনে হচ্ছে সেই সম্পর্কে কিছুটা শীতলতা, সামান্য মান-অভিমান দেখা দিয়েছে। প্রেমিকা আনুশকার ওপর নাখোশ হয়েছেন ক্রিকেটার কোহলি।

সম্প্রতি জিকিউ নামে একটি পুরুষদের ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য `হট` কিছু ছবি তুলেছেন ২৬ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী। এ পর্যন্ত এগুলোই আনুশকার সবচেয়ে `সাহসী` ছবি! ওই ম্যাগাজিনের জন্য তোলা ফটোশুটে সংক্ষিপ্ত পোশাকে আবেদনময় ভঙ্গিমায় পোজ দিয়েছেন আনুশকা।

বিষয়টি ভালো লাগেনি বিরাটের; ক্রিকেটের জন্য এখন যিনি অষ্ট্রেলিয়ায় রয়েছেন। ফোন করে অসন্তোষের কথা আনুশকাকে জানিয়েছেন বিরাট। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ভীষণ মন কষাকষি শুরু হয়েছে বলেও জানা গেছে। মাত্র দুদিন আগে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত ছবি `পিকে`। সেখানে সাংবাদিকের ভূমিকায় দেখা যায় তাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।