ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচিন
ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ শুরু হতে বাকি আছে মাত্র ৫৩ দিন। বিশ্বকাপ ক্রিকেটের ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে টানা দ্বিতীয় বারের মত শচিন টেন্ডুলকারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে বাংলাদেশ,ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত ২০১১ সালের বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করেছেন তিনি।
দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে শচিন বলেন, “বিশ্বকাপের মত বড় আসরে ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে নিয়োগ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি”। শচিন ছাড়াও এবার প্রতিযোগিতার ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি,নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এবার বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।