এবার দীপিকার পাশে সোনম কপূর


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

কুরুচিকর ছবি প্রকাশের পর বিরক্ত হয়ে মন্তব্য করায় দীপিকা পাডুকোন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এবার তাঁর পাশে দাঁড়ালেন সোনম কপূর।

একটি সংবাদপত্রে তাঁর কুরুচিকর ছবি ছাপা নিয়ে বিরক্ত হয়ে দীপিকা টুইট করেন, "হ্যাঁ! আমি একজন মহিলা। আমার স্তন রয়েছে এবং বিভাজিকাও রয়েছে! কোনও সমস্যা আছে!!??" এমনিতে দীপিকার সঙ্গে বিশেষ বন্ধুত্ব না থাকলেও এই বিষয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

সোনমের কাছে ঘটনাটি দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। তিনি বলেন, সবসময় আমাদের পণ্য হিসেবে দেখা হয়। চুমু খাওয়া হোক বা বিকিনি পরা, সবকিছুই খবর, সবকিছুই আলোচনার বস্তু। দীপিকার সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। এটা উচিত্‍ নয়। শুধু দীপিকার জন্য নয়, আমাদের সকলের জন্য আমার খারাপ লেগেছ। দীপিকা খুবই ডিপ্লোম্যাটিক। কিন্তু এই ঘটনায় ও বিরক্ত হয়ে আর চুপ থাকতে পারেনি।

এছাড়া দীপিকা টুইট করার পরই তাঁকে সমর্থন জানিয়েছেন- অর্জুন কপূর, অনুষ্কা শর্মা, করণ জোহর, নিমরত কউর।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।