ঈদে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল (দেখুন ছবিতে)
ঈদে বৈচিত্রময় বিনোদন নিয়ে হাজির থাকছে গাজী টেলিভিশন (জিটিভি)। এবারের ঈদে তারকারা মেতে উঠবেন ক্রিকেটের আনন্দে। চলচ্চিত্র ও নাটকের অভিনয়শিল্পী, মডেল , নির্মাতা এবং জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার নিয়ে প্রথম বারের মত আয়োজিত হল সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল।
ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল-পাওয়ারড বাই বাংলালিংক প্রচারিত হবে গাজী টিভিতে ঈদের দিন থেকে ধারাবাকিভাবে ৭ম দিন পর্যন্ত। সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল ঈদের দিন থেকে ৩য় দিন পর্যন্ত প্রচারিত হবে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং ঈদের ৪র্থ দিন থেকে ৭ম দিন পর্যন্ত বাংলাদেশ ও সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের শেষে প্রচারিত হবে।
সেলিব্রেটি ফেস্টিভ্যালের টাইটল পৃষ্ঠপোষকতা করেছে ব্রেভার এবং পাওয়ারড বাই পৃষ্ঠপোষকতায় আছে বাংলালিংক। সেলিব্রেটিদের শৈল্পিক জাদু এবং ক্রিকেটের অনুরাগ একত্রে আয়োজন করা হয়েছে ‘ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল-পাওয়ারড বাই বাংলালিংক’। এই উৎসবে দেখা যাবে এক ঝাঁক তারকার মেলা।
টুর্নামেন্টে তারকাদের ছয়টি দলে দেখা যাবে। দলগুলো হল টিম ভিশন, বাংলালিংক পপকর্নলাইব স্ট্রাইকার্স, ধনিচিত্রের হুংকার, সিমফোনি অরেঞ্জ রকার্স, দীপ্ত টিভি ইউ সি এফ ওয়ারিওরস ও কাজী এন্ড কাজী টি টেলিহোম টাইটান্স।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলার জন্য দলগুলোকে অতিক্রম করতে হবে ১৫টি রাউন্ড রবিন লীগ ম্যাচ। যেখানে থাকবে কখনো চার-ছয়-আউট কিংবা নো-বল, ডট-বলের টান টান উত্তেজনা।
ছয়টি দলের মধ্যে টিম ভিশন এর দায়িত্বে আছেন পি আর প্রোডাকশন-এর মাসুদুজ্জামান ও নাজমুল হুদা শাপলা। এই দলে খেলতে দেখা যাবে চিত্রনায়ক নিরব, সংগীতশিল্পী তাহসান খান, আরেফিন রুমি, আদনান ফারুক হিল্লোল, মাজনুন মিজান, কল্যাণ কোড়াইয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, আলিফ চৌধুরী, আরিফ এ আহনাফ, মিশু চৌধুরী, সুজানা জাফর, সামিহা, হিরা, তানিশা, হোমায়ারা হিমু, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, জাতীয় ক্রিকেট দলের জুনাইয়েদ সিদ্দিকীকে।
নাট্য নির্মাতা ইমরাউল রাফাত দায়িত্বে আছেন ধনিচিত্রের হুংকারের। এই দলে খেলবেন ইরেশ যাকের, নিশো, তানজির তুহিন, সাইদ বাবু, সুমনা, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আশরাফুল, জাতীয় মহিলা ক্রিকেট দলের জাহানারা আলম ও আরও অনেকে।
কাজী এ্যান্ড কাজী টি টেলিহোম টাইট্যান্স এর দায়িত্বে আছেন আলী বশির। এই দলে খেলবেন সকাল আহমেদ, ওয়াহিদ আনাম, নাজিরা মৌ, অর্ষা, রাসেল সিকদার, জাতীয় ক্রিকেট দলের আরাফাত সানি, শরীফ, জাতীয় মহিলা ক্রিকেট দলের লতা মন্ডল, শুকতারা ও আরও অনেকে।
বাংলালিংক পপকর্ন লাইভ স্ট্রাইকর্স এর দায়িত্বে আছেন চলচিত্র ও নাট্য নির্মাতা রেদওয়ান রনি। এই দলে খেলবেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, মৌসুমি হামিদ, তাওসিফ মাহবুব, আরিক এনাম খান, সিয়াম আহমেদ, সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জাতীয় ক্রিকেট দলের নাঈম ইসলাম, মেহরাব হোসেন জুনিয়র এবং জাতীয় মহিলা ক্রিকেট দলের ফাহিমা ও আরও অনেকে।
সিমফোনি অরেঞ্জ রকার্সের দায়িত্বে আছেন নাট্য নির্মাতা সাফায়েত মনসুর রানা। এই দলে খেলবেন ঈশিকা খান, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ, নাঈম, সাজ্জাদ খান সান, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, জাতীয় ক্রিকেট দলের সাব্বির হোসেন, জাতীয় মহিলা ক্রিকেট দলের ফাহিমা জেসিকা জেসি ও আরও অনেকে।
দীপ্ত টিভি ইউ সি এফ ওয়ারিওরস এর দায়িত্বে আছেন তরুণ নাট্য মাবরুর রশিদ বান্নাহ। এই দলে খেলবেন মাবরুর রশিদ বান্নাহ, সানিয়া আফরিন, সাবিলা নূর, রওনক হাসান, শ্রেয়া যাকের, অনিমেষ আইচ, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আব্দুল রাজ্জাক, জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক ক্রিকেট দলের সানোয়ার ও আরও অনেকে।
সেলিব্রটি ক্রিকেট ফেস্টিভ্যালের জন্য থিম সং ‘বাঘবাজি’ এর সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ড। টুর্নামেন্ট থিম সংটি সরাসরি পরিবেশনও করেন চিরকুট ব্যান্ড। উপস্থিত তারকারা এই সময় শুভেচ্ছা জানায় চিরকুট ব্যান্ডকে।
ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে তার দল ‘বাঘবাজি’ গানটিতে নিত্য পরিবেশন করবেন। এছাড়া চিত্রনায়ক ওমর সানি, রিয়াজ, চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি, শম্পা রেজা, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রমুখের উপস্থিতি সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের চমক আরও বাড়িয়ে তুলবে বলেই বিশ্বাস আয়োজকদের।
এলএ/আরআইপি