প্রাথমিকে ১৭ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ আগস্ট


প্রকাশিত: ০৪:১১ এএম, ০৫ আগস্ট ২০১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ জেলায় অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। ১ ঘণ্টা ২০ মিনিটের এ পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র কুমার বিশ্বাস।

জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, জয়পুরহাট, বাগেরহাট, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গাজীপুর, শেরপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, কক্সবাজার ও লক্ষ্মীপুর।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।