নেপাল যাচ্ছেন ববি-মৌসুমী


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৫ জুলাই ২০১৪

নেপাল যাচ্ছেন চলচ্চিত্রে বর্তমানের ব্যস্ত নায়িকা ববি এবং লাক্স সুন্দরী ও টেলিভিশন অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রথমবারের মতো একসঙ্গে নেপাল যাচ্ছেন তারা। সেখানে তারা ‘ফ্রেন্ডশিপ’ ছবির শুটিং করবেন। অনন্য মামুনের এ ছবিটির পরিচালনায় আছেন চন্দন চৌধুরী। ছবিতে ববি ও মৌসুমী হামিদের বিপরীতে নায়ক হিসেবে আছেন আনিসুর রহমান মিলন। ববি বলেন, এরই মধ্যে ছবির বেশ কিছু অংশের শুটিং করেছি। এতে আমি ও মৌসুমীকে একসঙ্গে দেখলে আশা করছি ভাল লাগবে। মৌসুমী বলেন, প্রথমবারের মতো অ্যাকশন টাইপ অভিনয় করছি। তাও ববি আপুর সঙ্গে। বেশ তৃপ্তি পাচ্ছি ছবিটিতে অভিনয় করে।

চলচ্চিত্রে গত দুই বছরে যে ক’টি ছবি ব্যবসাসফল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ‘দেহরক্ষী’। ইফতেখার চৌধুরী পরিচালিত আনিসুর রহমান মিলন ও কাজী মারুফের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন ববি। এরপর ববি একের পর এক ছবিতে শুধু অভিনয় করে চলেছেন। তবে তার আরও তিনটি ছবি মুক্তি পেলেও তা আশা পূরণ করেনি। মুক্তিপ্রাপ্ত ছবি তিনটি হলো রাজু চৌধুরী পরিচালিত ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, মালেক আফসারীর পরিচালনায় ‘ফুল এন্ড ফাইনাল’ এবং ইফতেখার চৌধুরী পরিচালিত ‘রাজত্ব’। তারপরও একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন ববি। ঈদে তার অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং ‘আই ডোন্ট কেয়ার’ ছবি দুটি ৪ মুক্তি পাচ্ছে। অন্যদিকে ঈদে মৌসুমী হামিদ অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। এছাড়া তার অভিনীত ‘হাডসনের বন্দুক’ ছবিটি ঈদের পরই মুক্তি পাবে বলে জানা যায়

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।