উইলির হ্যাটট্রিকে চালকের আসনে ইংল্যান্ড
বিশ্বকাপের সুপার টেন রাউন্ড শুরু হতে আর একদিন বাকি এর ভেতরেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হয়ে গেল দুইটি হ্যাটট্রিক। ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের এমন সাফল্যে অন্য বোলাররা একটু স্বস্তিতে থাকতেই পারে। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অসি বোলার জশ হাজেলউড।
এবার প্রস্তুতি ম্যাচে মুম্বাই অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ইংলিশ বোলার ডেভিড উইলি। উইলি চার ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট পান। প্রথমে ব্যাট করে জো রুটের ৪৮ এবং এলেক্স হেলসের ৩৭ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে মুম্বাই। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।
আরআর/এআরএস/এবিএস