বিয়ের পিঁড়িতে হৃত্বিক


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন ভক্তরা শিরোনাম পড়ে অবাক ও খুশি দুটোই হতে পারেন। সুজান খানের সঙ্গে তালাক হওয়ার পর হৃত্বিকের জীবনে নতুন কারও আগমন ঘটছে। আবারও বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক রোশন। সম্প্রতি এমনই ভবিষ্যৎ বাণী করলেন বিখ্যাত হ্যোতিষী শ্রদ্ধা সালা। বলিউড লাইফের খবর, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী অনুযায়ী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন সুপারস্টার হৃত্বিক রোশন।

হৃত্বিকের জীবনের প্রেমকাহিনী ছিল আর দশটা মানুষের মতই। কলেজ জীবনে হৃত্বিক-সুজান একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করেন তারা।

যাই হোক, মনে হচ্ছে হৃত্বিকের জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। হৃত্বিকের জন্য বিয়ের আগমনী বার্তা নিয়ে এল শ্রদ্ধা সালার তোতাপাখির ভবিষ্যৎবাণী। সে অনুযায়ী আগামী দু’বছরের মধ্যেই হৃত্বিকের জীবনে ফুটবে দ্বিতীয় বিয়ের ফুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।