মিলারের নেতৃত্বে আইপিএলে প্রীতির পাঞ্জাব


প্রকাশিত: ০৪:১৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়ান জর্জ বেইলির পরিবর্তে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। পাঞ্জাবের দলীয় কোচ সঞ্জয় বাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১১ সাল থেকে পাঞ্জাবের সঙ্গে রয়েছেন মিলার। আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দলের মূল ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেন এই প্রোটিয়া। আইপিএলে অষ্টম আসরে মিলার পাঞ্জাবের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের বেশি করেন। তবে গত বছরটি দলটির বাজে সময় কেটেছে।

কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াড: ডেভিড মিলার (অধিনায়ক) স্বপ্নিল সিং, মুরালি বিজয়, ঋদ্ধিমান সাহা, ঋষি ধাওয়ান, কাইল অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিস, প্রদীপ সাহু, আনুরিত সিং, সন্দীপ শর্মা, ফারহান বেহারদিন, শারদুল ঠাকুর, মোহিত শর্মা, মানান ভোরা, গুরকিরাত সিং, আক্সার প্যাটেল, নিখিল নায়েক, মিচেল জনসন, শন মার্শ, কেসি চারিআপ্পা, আরমান জাফর।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।