ক্রিকেটার রানার নবম মৃত্যুবার্ষিকী
মানজারুল ইসলাম রানা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জল নক্ষত্র। কখনো বিশ্বকাপ খেলা হয়নি তার। কিন্তু, বিশ্বকাপ না খেলেই তিনি হয়ে আছেন বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের অংশ। দলের হয়ে খেলেছেন দারুণসব ইনিংস। তাই তো অবদি তাকে স্মরণ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ।
দিনটি ছিল ১৬ মার্চ ২০০৭। সেবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজে। পরের দিন পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচ। তাইতো অনুশীলনে ব্যস্ত ছিলেন সবাই। কিন্তু সবার জন্য হঠাত এলো এক দু:সংবাদ। সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন মানজারুল ইসলাম রানা। এমন খবরে শোকের ছায়া নেমে আসে বাংলাদেশ শিবিরে। তবে পরদিন মাঠে সেই শোককে শক্তিতে পরিণত করেছিলেন টাইগার ক্রিকেটাররা। কুইন্স পার্ক ওভালে হারিয়ে দিয়েছিল ভারতকে। রানার স্মৃতির উদ্দেশে সঙ্গে সঙ্গে ম্যাচটি উৎসর্গ করা হয়েছিল সেদিন।
আজ রানার নবম মৃত্যুবার্ষিকী। এদিনটিতেই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। তাইতো ভারতের বিরুদ্ধে সেই ম্যাচের পুনরাবৃত্তি আজ পাকিস্তানের সঙ্গে দেখতে চায় দেশবাসী। আর টাইগাররাও প্রতিবার দিনটিকে স্মরনীয় করে রাখার চেস্টা করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মার্চ একটি ক্রিকেট ম্যাচ খেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরে আসার পথে কার্তিকডাঙ্গা এলাকায় পৌঁছলে দুর্ঘটনায় পড়েন মানজারুল রানা। যে ঘটনায় শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় তাকে। প্রতিবারই মাশরাফিরা না ফেরার দেশে চলে যাওয়া সতীর্থের স্মৃতি স্মরণ করেন।
১৯৮৪ সালের ৪ মে খুলনায় জন্ম নেন মানজারুল রানা। ২০০৩ সালে ওয়ানডে ও ২০০৪ সালে টেস্ট অভিষেক হয় এই বাঁহাতি অলরাউন্ডারের। খেলেন ৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে।
আরএ/এমআর/পিআর