সত্যানুসন্ধান প্রতিবেদন জমা

শাস্তির মুখে জুলাই আন্দোলনে ঢাবিতে হামলাকারী ছাত্রলীগকর্মীরা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২৫
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ

জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ১২২ জনকে চিহ্নিত করেছে প্রশাসনের করা সত্যানুসন্ধান কমিটি। তাদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। অভিযুক্ত এই ১২২ জনের শাস্তির সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টায় এ সংক্রান্ত প্রতিবেদন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করা হয়। সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ এ প্রতিবেদন হস্তান্তর করেন।

কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ বলেন, কতজনকে শাস্তির সুপারিশ করা হয়েছে, প্রকৃত সংখ্যাটি আমি বলবো না। তবে সংখ্যাটি এক থেকে দেড়শর মধ্যে। আমরা শাস্তির সুপারিশের পাশাপাশি তাদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ রেখেছি। এখন সিন্ডিকেট থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রথমে এসব শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হবে। পরবর্তী সময়ে তাদের আত্মসমর্থনের সুযোগ দিয়ে বা নতুন কমিটি করে অভিযুক্তদের চূড়ান্ত বহিষ্কার করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও কমিটির প্রতিবেদন জমার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সত্যানুসন্ধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।