বেরোবি শিক্ষককে প্রাণনাশের হুমকি


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৮ মে ২০১৬

এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আতাউর রহমানকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। প্রেরকের নাম ও ঠিকানা ছাড়াই গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিরকুট ওই শিক্ষকের হাতে এসে পৌঁছায়। এ ঘটনায় ওই শিক্ষক রংপুর কোতয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

দায়েরকৃত ডায়েরি ও আতাউর রহমানের বক্তব্যে জানা যায়, গত বৃহস্পতিবার তিনি দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর তৃতীয় তলায়স্থ তার চেম্বারে প্রবেশ করার সময় দরজার নিচে একটি চিঠির খাম দেখতে পান। এসময় তিনি খাম খুলে ভিতরে “careful. Because you have not enough time” লেখা সম্বলিত একটি চিরকুট দেখতে পান। সঙ্গে বাংলাদেশি এক টাকার একটি মুদ্রা (কয়েন) পাওয়া যায়।

চিঠিটি দেখার পর থেকে তিনি নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে ওই দিনই বিকেলে রংপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং-১৭৩৩/২৬.০৫.১৬ ইং। এছাড়াও বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনি বিষয়টি মৌখিকভাবে উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবগত করেছেন বলেও জানান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিতু কবীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।