বেরোবিতে ২ হলের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার এলাহী হলে সিট দখলকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ, সাবেক কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান আলী এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান শশী। এদের তিনজনকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শহীদ মুখতার এলাহী হল ছাত্রলীগ ও প্রশাসন সূত্র জানায়, শহীদ মুখতার এলাহী হলে অবৈধ্যভাবে সিট দখল করতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কিছু শিক্ষার্থী। যারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদক নোবেল শেখের অনুসারী বলে পরিচিত। এতে শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাক-বিতণ্ডতার ঘটনা ঘটে। পরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিষয়টি মীমাংসা করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নোবেল শেখ হলটিতে আসলে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ এবং সাবেক কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান আলী। আহত হন সাবেক কমিটির গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান শশী। এদের তিন জনকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক বিষয়টি মীমাংসা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় হলটির বেশ কিছু কক্ষে জানালায় ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া জাগো নিউজকে বলেন, দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সাধারণ সম্পাদকসহ শহীদ মুখতার এলাহী হলে যাই। এসময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে তাদের থামাতে গিয়ে সাধারণ সম্পাদকসহ তিনজন গুরুতর আহত হন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারী ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো গ্রুপিং নেই বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে শহীদ মুখতার এলাহী হলের সহকারী প্রাধ্যক্ষ এটিএম জিন্নাতুল বাসার জাগো নিউজকে বলেন, বহিরাগতদের হামলায় হলের বেশ কিছু কক্ষের জানালায় ভাংচুর করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে বিশবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।
কথা বললে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এরশাদ আলী জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি তিনি জানাতে পারেননি।
সজীব হোসাইন/এফএ/পিআর