বেরোবি ছাত্রী হলে ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৮ মে ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। প্রথবারের মতো ছাত্রী হলটিতে কমিটি দিলো ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ এক বছর মেয়াদি এ কমিটি অনুমোদন করেন।

বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী সালমা সাবিহা খুশিকে সভাপতি ও একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিলা আফরিন পিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছে বেরোবি ছাত্রলীগ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ জুলাই ছাত্রীদের প্রথম আবাসিক হল হিসেবে চালু হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

সজীব হোসাইন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।