ইবিতে এমফিল-পিএইচডির ভর্তি পরীক্ষায় ১৭ জন উত্তীর্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৩ আগস্ট ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্স অব ফিলোসোফি (এমফিল) এবং ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা শেষে বিকেলে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন। দুই প্রোগ্রামে মোট ২৮ জন ভর্তিচ্ছু অংশ নিয়ে ১৭ জন কৃতকার্য হয়েছেন।

পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এবং ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হুসাইন।

এবার এমফিল প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নেন ১৫ জন। তাদের মধ্যে ১০ জন কৃতকার্য এবং ৫ জন অকৃতকার্য হয়েছেন। এছাড়া পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নেন ১৩ জন গবেষক। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ জন।

এবারের ভর্তি পরীক্ষা কমিটিতে ছিলেন অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মেহের আলী এবং অধ্যাপক ড. এয়াকুব আলী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, ‌এমফিল এবং পিএইচডি নীতিমালা আন্তর্জাতিক মানের করায় ভর্তিচ্ছুদের সংখ্যাগত দিক কমছে কিন্তু গুণগতমান নিশ্চিতভাবে বাড়ছে। এবারই প্রথমবারের মতো এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে গবেষক বাছাই করা হলো।

এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান বৃদ্ধির একটি পজিটিভ অধ্যায় বলে মন্তব্য করেন তিনি।

সোহাগ ফেরদৌস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।