অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে রাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা অনলাইনে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স ও মাস্টার্স শ্রেণিতে ভর্তির কাজও অনলাইনে চালানো হবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, শুধুমাত্র করোনাকালীন অনলাইনে এসব কার্যক্রম চালানো যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়া সিদ্ধান্তগুলো হলো- অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, এমফিল/পিএইচডি থিসিস মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স/মাস্টার্স শ্রেণিতে অনলাইনে ভর্তি :

যেসব অনুষদের অনার্স ৪র্থ বর্ষের প্রজেক্ট প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে এবং কম সংখ্যায় হলে উপস্থিতির মাধ্যমে নেয়া যাবে।

করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব এমফিল/পিএইচডি ফেলোদের রেজিস্ট্রেশন/পুনঃভর্তি/সেমিনার প্রদানের সময় উত্তীর্ণ হয়েছে তারা বর্ণিত কাজসমূহ সম্পাদন করতে পারবেন।

সালমান শাকিল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।