ফের অবরোধের হুঁশিয়ারি দিয়ে রাস্তা ছাড়ল সাত কলেজের শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে আজই পরীক্ষা চালুর ঘোষণা দেয়া না হলে আগামীকাল (বুধবার) সকাল ৯টায় ফের নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা৷ এমন ঘোষণা দিয়ে তারা রাত ১০টার পর আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম এই ঘোষণা দেন ৷

তারা বলেন, ‘অবিলম্বে চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। মার্চের প্রথম সপ্তাহে হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে৷ এছাড়া আগামীকালের পরীক্ষা পরবর্তীতে নিতে হবে এবং পরের পরীক্ষাগুলো পূর্বের রুটিন অনুযায়ী নিতে হবে৷’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন তারা৷ মানবন্ধনে অধিক সংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়৷ এতে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়৷

নাহিদ হাসান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।