আশা ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ইকবাল খান
আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইকবাল খান চৌধুরী। রাষ্ট্রপতি ও আশা ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিতে সম্প্রতি তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৭৬ সালে এলএলবি (সম্মান) ও ১৯৭৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। সর্বশেষ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এমআরএম/এমএস