এআইইউবি-তে প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৭ আগস্ট ২০২২

জেসাপ বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ), ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অফিস অফ ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং (ইউএসডিওজে/ওপিডিএটি) এর সহযোগিতায় প্রি-জেসাপ ওয়ার্কশপের আয়োজন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

১১ ও ১২ আগস্টের এ দুইদিন ব্যাপী প্রি-জেসাপ ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘মে ইট প্লিজ দ্য কোর্ট: আনমাসকিং দ্যা আর্ট অফ মুটিং’।

এই কর্মশালাটি ৬৪তম ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২২-২৩ এর সপ্তম বাংলাদেশ জাতীয় রাউন্ডে সফলভাবে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য করা হয়েছে।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর ড. তাজুল ইসলাম, ড. তসলিমা মনসুর, মিসেস নাতাশা হারনওয়েল এবং মিসেস সারা ই. এডওয়ার্ডস।

এআইইউবি-তে প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজধানী ঢাকার অভ্যন্তরে ও বাইরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪০ জনেরও বেশি আইন বিষয়ক শিক্ষার্থীদের নিয়ে মোট ২৯টি দল এবং ৩০জন স্বেচ্ছাসেবক এই বছর আসন্ন জাতীয় রাউন্ডের পর্যবেক্ষক ও মুর্টাস হিসাবে অংশ নিবেন।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাফর আহমেদ। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে মুটিং এর তাৎপর্য তুলে ধরেন এবং আসন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও কর্মশালায় ওয়াশিক মো. ইসতিয়াক এজাজ, জাতীয় প্রশাসক, জেসাপ বাংলাদেশ বাছাই পর্ব ২০২২ ও ২০২৩, এআইইউবির শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।