জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের বিষয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় সমাবর্তন অনুষ্ঠান হতে পারে বলে অনুশাসন দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম এবং রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

আরও পড়ুন: দেশের সর্বোচ্চ মিনার জাবিতে

তবে এর আগে সিন্ডিকেট সভায় ষষ্ঠ সমাবর্তন আয়োজনে ৭৯ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠার ৫২ বছরে বিশ্ববিদ্যালয়টিতে মোট সমাবর্তন হয়েছে পাঁচটি। সর্বশেষ সমাবর্তনটি অনুষ্ঠিত হয় ২০১৫ সালে।

মাহবুব সরদার/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।