চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টরের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৭ মার্চ ২০২৩
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম ইসলাম

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম ইসলাম (লিজা)। মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

চবির প্রথম নারী সহকারী প্রক্টর ছিলেন অধ্যাপক মরিয়ম ইসলাম। পদত্যাগের বিষয়টি নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দিয়েছি। পদত্যাগ করা নিশ্চয়ই এক ধরনের প্রতিবাদ।’

তবে এ প্রতিবাদ কাদের বিরুদ্ধে বা কিসের জন্য তা নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ জাগো নিউজকে বলেন, আমরা পদত্যাগপত্র পেয়েছি। এটি এখন প্রক্রিয়াধীন আছে। রেজিস্ট্রার অফিস থেকে উপাচার্যের কাছে যাবে। তিনি সিদ্ধান্ত নেবেন অব্যাহতির আবেদন গ্রহণ করা হবে কি-না।

মরিয়ম ইসলাম (লিজা) ২০১৯ সালের ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।