র‍্যাগিং: হলে আজীবন নিষিদ্ধ শাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৩ মার্চ ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে প্রবেশ আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে জড়িত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদেরকে আজীবনের জন্য হল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তারা কখনো হলে থাকতে বা প্রবেশ করতে পারবে না।

মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

নাঈম আহমদ শুভ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।