জাবিতে অনশনে থাকা শিক্ষার্থীর সঙ্গে প্রগতিশীলদের সংহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল থেকে গণরুম বিলুপ্তসহ তিন দফা দাবিতে অনশনে থাকা শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। দাবি আদায়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।
সামিউলের দাবিগুলো হলো- হল থেকে গণরুম বিলুপ্ত করা, অছাত্রদের বের করা ও গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা।
শনিবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ৮টা) তারা উপাচার্য ভবনের সামনে অবস্থান করছেন।
উপাচার্য বাসভবন থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা দাবির ব্যাপারে কথা না বলা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান আন্দোলনকারীরা।
উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন জাবি সংসদ ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্তেও শিক্ষার্থীদের আসন দিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। ফলে গণরুম ও গেস্টরুমে শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হচ্ছে। নতুন হল খোলার আল্টিমেটাম দুইমাস অতিবাহিত হওয়ার পরও এখনো হলগুলো চালু করতে পারেনি প্রশাসন।
তিনি আরও বলেন, প্রশাসন ক্ষমতাশীন ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি করছে। অছাত্রদেরকে বের করতে প্রশাসনের বাধা কোথায়? নাকি নিজেদের অপকর্মের প্রলেপ হিসেবে ক্ষমতাশীন ছাত্রসংগঠনকে ব্যবহার করা তাদের প্রধান উদ্দেশ্য? আর এ কারণেই মনে হয় তারা অছাত্রদেরকে বের করতে সাহস পাচ্ছে না।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, আমাদের এক ভাই আজ তিনদিন থেকে অনশনে। তার যৌক্তিক দাবিগুলোর সঙ্গে সংহতি জানিয়ে আজ আমরা উপাচার্য ভবনের সামনে এসেছি। দেখি দাবিগুলোর ব্যাপারে উপাচার্য আমাদের কী বলেন।
তবে উপাচার্যভবনের একটি সূত্র জানিয়েছে, জরুরি কাজে উপাচার্য বাসভবনের বাইরে আছেন।
গত বুধবার (৩১ মে) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অবস্থান নেন প্রত্যয়। অনশন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি চূড়ান্ত পরীক্ষায়ও অংশ নিয়েছেন বলে জানা যায়।
মাহবুব সরদার/এফএ/জেআইএম