রাজশাহী বিশ্ববিদ্যালয়
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ২৬.৬২ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।
‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা দুই হাজার ১৯টি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশিত ফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৬ জুন) রাত ৯টার দিকে ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন জাগো নিউজকে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন শিক্ষার্থী। প্রথম শিফটে পাস করেছেন চার হাজার ৯৮০ জন। পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ। এই শিফটে সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। দ্বিতীয় শিফটে পাস করেছেন চার হাজার ৩০৯ জন। পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮০.৫০।
এছাড়া তৃতীয় শিফটে পাস করেছেন তিন হাজার ৬১৬ জন। পাসের হার ২৩ দশমিক ১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। চতুর্থ শিফটে পাস করেছেন তিন হাজার ৭২৩ জন। পাসের হার ২৩.৮০ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৭৬ বলেও জানান অধ্যাপক ইলিয়াছ হোসেন।
মনির হোসেন মাহিন/এএএইচ