টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

নেতার রুমে হামলার ঘটনায় দুই ছাত্রলীগকর্মী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৭ জুন ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের কক্ষে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বুটেক্স ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শামছুল আলম অন্তর ও সাবেক সহ-সম্পাদক অনিক সাদমানকে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া সাবেক সহ-সম্পাদক জোবায়ের হোসেন, সাবেক সহ-সম্পাদক অচিন্ত কুমার সেন, কর্মী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

৪ জুন দিনগত রাত ১টার দিকে বুটেক্সের জি এম এ জি ওসমানী হলের ৩০১৯ নম্বর কক্ষে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়ের কক্ষে সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে। এতে জয়সহ তার আরও চার বন্ধু আলমগীর হোসেন, আরমান কবির রিপন, আব্দুলাহ আল মাহমুদ এবং রাফি আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সবাই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।