শাহজালাল বিশ্ববিদ্যালয়

মদসহ গ্রেফতার ২ ছাত্র বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ আগস্ট ২০২৩

মদসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্র সাময়িক বহিষ্কার হয়েছেন।

রোববার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

এরইমধ্যে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ১৪ বোতল মদসহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গ্রেফতার

এতে সদস্য হিসেবে আছেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স।

বহিষ্কৃতরা রাতে ১৪ বোতল মদসহ সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ। শুক্রবার দুপুরে আদালত তাদের জেলহাজতে পাঠান।

নাঈম আহমদ শুভ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।