রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংবর্ধনা পেলেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরে যাওয়া শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিভাগের আহমদ হোসেন গ্যালারিতে এ সংবর্ধনা দেওয়া হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আব্দুল ওয়াদুদ দারা।

jagonews24

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম সফিকুল ইসলাম, অধ্যাপক এম ওবায়দুল হাকিম, অধ্যাপক এম এনামুল হক, সহযোগী অধ্যাপক এ এফ এম আব্দুল ওয়াহেদ, অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক দিলরুবা আখতার বানু, অধ্যাপক মো. গোলাম মর্তুজা, সহযোগী অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু ও সহযোগী অধ্যাপক ড. এম রেজাউর রহিমকে বিদায় সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম, বর্তমান শিক্ষক অধ্যাপক এফ নজরুল ইসলামস, অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রেজাউর রহিম, অধ্যাপক গোলাম মর্তুজাসহ কয়েকজন শিক্ষার্থী।

মনির হোসেন মাহিন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।