ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান জানান, মঙ্গলবার আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে। আশা করি সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১২ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ১৩ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত প্রার্থীরা লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ওই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ চলবে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।