কিশোরগঞ্জে নৌকাডুবিতে ৫ আনসার সদস্য নিহত


প্রকাশিত: ০২:১৫ এএম, ২৯ মে ২০১৬

কিশোরগঞ্জের মিঠামইনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবে ৫ আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সাবিনা, বিউটি, হাসনা, আম্বিয়া ও মোমেনা। তাদের বাড়ি নিকলী উপজেলার দামপাড়ায়।

bort

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ইঞ্জিনচালিত নৌকায় আনসার সদস্য বাড়ি ফিরছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়।

bort

ঘটনার পর পরই স্থানীয়রা অভিযান চালিয়ে ৫ আনসার সদস্যের মরেদেহ উদ্ধার করে। তবে এখনও ঠিক কতজন নিখোঁজ বা আরো কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম মজুমদার ঘটনাস্থল থেকে জানান, উদ্ধার অভিযান চলছে।

নূর মোহাম্মদ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।