এইচএসসি পরীক্ষা : রংপুরে গণিতের প্রশ্নপত্র ফাঁস


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৯ মে ২০১৬

চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার আজকের (রবিবার) গণিত প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। রংপুরে বিভিন্ন শিক্ষার্থীর মোবাইলসহ ফটোকপির দোকানে এ পশ্নপত্র পাওয়া যাচ্ছে। আজ দুপুর ২টায় গণিত প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়েছেন বিপাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি শুনেছি। জনৈক এক ব্যক্তি তাকে ফাঁস হওয়া প্রশ্নপত্রটি দেখিয়েছেন। তবে এর সত্যতা কতটুকু তা তিনি বলতে পারেনি।

এ বিষয়ে জানতে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলামের ফোন বন্ধ পাওয়া যায়। সচিব আমিনুল হক সরকার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

জিতু কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।