যানজট নিরসনে সাতক্ষীরায় উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৫ জুন ২০১৬

সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন শহরে রুপান্তর, যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে শহরের রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় রাস্তার দুই ধারে অবৈধভাবে থাকা দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম। এসময় ভেঙে ফেলা হয় ২৫টি টিনশেড দোকান। এর আগে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করে প্রশাসন।

শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।  

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।