যে স্কুলে ৩২০ জনের সবাই পেয়েছে জিপিএ-৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ জুলাই ২০২৫

এসএসসির ফলাফলে শতভাগ জিপিএ-৫ পেয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। এ শিক্ষাপ্রতিষ্ঠানে এবার ৩২০ জন পরীক্ষায় অংশ নেয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পরীক্ষায় টানা শতভাগ পাসসহ দেশসেরার স্থান দখল করে আসছে। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার তিনজন পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।

যে স্কুলে ৩২০ জনের সবাই পেয়েছে জিপিএ-৫

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, ‘পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয় হচ্ছে ভাল ফলাফলের মূল মন্ত্র। আর আমাদের মূলমন্ত্র হচ্ছেন আবদুল কাদির মোল্লা। তার সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় সাফল্যের ফলাফল অব্যাহত রাখতে পারছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘শতভাগ পাসসহ দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। মফস্বলে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য অঙ্গীকার নিয়ে আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।’

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।