সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১১ জুলাই ২০২৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুইটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

‎বিদ্যালয় দুটি হলো- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিষ্ঠান দুটি এমপিও ভুক্ত ও ১০ জন শিক্ষক থাকার পরও এমন ফলাফলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান হওয়া শিক্ষা কর্মকর্তাদের তদারকির অভাবেরও অভিযোগ রয়েছে।

সব ছাত্রী বিবাহিত, তাই পাশ করতে করেনি কেউ!

জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১২ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে। আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি। এ কারণেই সম্ভবত এমন হয়েছে।

‎ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৪ জন নিয়মিত ও একজন অনিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাই নিয়মিত ক্লাস করে না। বাসায়ও ঠিকমতো পড়াশুনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।

‎ এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, পিরোজপুর জেলায় এসএসসি পরীক্ষায় দুটি বিদ্যালয় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কি কারণে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে, তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেওয়া হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করবো।‎

মো. তরিকুল ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।