৭ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, চারজনই ফেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১০ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অবস্থিত আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন সাতজন। এখান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয় পাঁচজন। এদের মধ্যে চারজনই অকৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফল যাচাই করে এই তথ্য জানা গেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এবার পাঁঁচ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে একজন পাস করলেও বাকিরা সবাই ফেল করেছে।

আলতুলি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের বিদ্যালয়টির এমপিওভুক্ত। সাতজন শিক্ষক রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে ইংরেজি পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় জেলার যেসব বিদ্যালয়ের ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।