কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১০ জুলাই ২০২৫

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবারের পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন পরীক্ষার্থী। যেটা গত বছর ছিল ১২ হাজার ১০০ জন। সে হিসাবে এবার কমেছে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা।

এই শিক্ষা বোর্ডে গত বছরের মতো এবারো ছেলেদের তুলনায় সাফল্যে এগিয়ে রয়েছে মেয়েরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।