কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সবাই ফেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১০ জুলাই ২০২৫

কুমিল্লা শিক্ষা বোর্ডে একটি প্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। স্কুলটির নাম ইসলামপুর উচ্চ বিদ্যালয়। এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের ১২টা বাজিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানায়, ‘প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা। তিনি সারাদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরে বেড়ান। তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে। এতে করে আমাদের ক্ষতি হয়েছে। তারতো কিছুই হয়নি। শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, ‘আমি ২০-২৫ দিন আগে সভাপতি হয়েছি। এখনো স্কুল নিয়ে কাজের সুযোগ পাননি। তবে স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছি। প্রতিষ্ঠাতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধান করা হবে।’

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বলেন, বোর্ডের ১ হাজার ৭৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি। আমরা এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে বসে এর কারণ অনুসন্ধান করবো।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।