দিনাজপুর বোর্ডে গণিতে ফেল ৪৭ হাজার, ইংরেজিতে ১৮ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১০ জুলাই ২০২৫

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী ফেল করেছে। যার মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ৪৭ হাজার ৫৬৩ জন। আর ইংরেজিতে ফেল করেছে ১৮হাজার ১৫৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম ফোনে এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড চেয়ারম্যান বলেন, ‌‘হতে পারে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল। কারণ মানবিকের পাসের হার কম। শুধু গণিতের কারণেই দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার কমে গেছে।’

দক্ষ শিক্ষকের অভাব আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অদক্ষ হয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে দক্ষ করে তোলা হয়েছে।

অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, কী কারণে গণিত ও ইংরেজিতে ফেলের হার বেশি তা আমরা অনুসন্ধান করে দেখবো। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় নিয়ে আসবো। যাতে আগামীতে এই অবস্থা থেকে উত্তরণ পাওয়া যায়।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় আটটি জেলার দুই হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ পরীক্ষার্থী পাস করে। পাসের হার ৬৭.৩ শতাংশ। ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিকে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাববিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।