৬ দিন পর চালু হলো মিরসরাই-ফটিকছড়ি সড়ক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ জুলাই ২০২৫

ছয়দিন পর চালু হয়েছে পাহাড়ধসে বন্ধ থাকা মিরসরাই-ফটিকছড়ি সড়ক। রোববার (১৩ জুলাই) সকাল থেকে সংস্কার কাজ শুরু করেছে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগ। এদিন বিকেল থেকে সড়কে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কের ঝরঝরি মাজার সংলগ্ন এলাকায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর রোববার সকালে সড়ক ও জনপদ বিভাগের লোকজন এসে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করেন। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ মালবাহী শত শত গাড়ি চলাচল করে।

৬ দিন পর চালু হলো মিরসরাই-ফটিকছড়ি সড়ক

সীতাকুণ্ড-ফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, টানা বৃষ্টির কারণে মিরসরাই-নারায়নহাট-ফটিকছড়ি অভ্যন্তরীণ সড়কে পাহাড় ধসের কারণে বন্ধ ছিল যান চলাচল। বৃষ্টির জন্য আমরা এস্কেভেটর নিয়ে কাজ করতে পারি নাই। রবিবার সকালে সড়কের মাটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।