সাতক্ষীরায় ১৫ রোহিঙ্গা আটক
সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে ১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে সাতজন শিশু রয়েছে। বুধবার সকালে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে।
আটক রোহিঙ্গা আনিসুর রহমান জানান, দালাল খালেদুর রহমান চিংড়ি ফ্যাক্টরিতে কাজ দেয়ার নাম করে তাদের সাতক্ষীরায় নিয়ে এসেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে তারা বুধবার সকালে শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় নামে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদের মধ্যে খালেদুর রহমান নামে একজন রোহিঙ্গা দালাল রয়েছে। আটকদের ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর