সিরাজগঞ্জে সর্বহারা পার্টির নেতাসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৪ জুন ২০১৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর থেকে সর্বহারা পার্টির নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- উল্লাপাড়ার চাকসা গ্রামের আব্দুল লতিফের ছেলে সিরাজুল ইসলাম (২৮), চরমোহনপুর গ্রামের জব্বার সরদারের ছেলে আয়নাল হক (৪০), একই গ্রামের গহের খাঁর ছেলে আফজাল হোসেন (৪৫) ও রাজিন দাসের ছেলে সদানন্দ দাস (৪৪)।

এরা সকলেই সর্বহারা পার্টির সদস্য। তাদের প্রতেকের নামে একাধিক হত্যা, খুন, গুমের মামলা রয়েছে। তবে সিরাজুল ইসলামের নামে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোহনপুর গ্রামে চেরু চকিদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতির মিটিং চলাকালে সর্বহারা পার্টির নেতা সিরাজুল ইসলামসহ (২৮) ৪ জনকে গ্রেফতার করা হয়।

বাদল ভৌমিক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।