নিখোঁজের পরদিন মাটি খুঁড়ে মিললো কৃষকদল নেতার মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

 

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুঁতে রাখা অবস্থায় মোবারক আলী নামে জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রতিবশী মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

নিহত মোবারক আলী উপজেলার টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের চরগনাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আরও পড়ুন-

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দুর্গোৎসবের আমেজ নেই ময়মনসিংহের দুই স্থলবন্দরে

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন নিহতের স্ত্রী। পরের দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার হয়। এতে এলাকাবাসীর সন্দেহ তৈরি হলে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে কলাবাগানে মাটি খোঁড়া দেখতে পান তারা। এসময় মমিনুল ইসলাম পালিয়ে যান। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশ বিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।