পাবনায় জামায়াতের ৫ কর্মীসহ গ্রেফতার ৯৮


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ জুন ২০১৬

পাবনার চাটমোহরে জামায়াতের ৫ কর্মীসহ ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

৫ জামায়াত কর্মী হলেন- উপজেলার ফৈলজানা ইউনিয়নের বড় দুবলাপাড়া গ্রামের মো. শহিদ প্রামানিকের ছেলে রবিউল ইসলাম (২১), মৃত আব্দুস সামাদের ছেলে সিরাজুল ইসলাম (২৯), মোজাম প্রামানিকের ছেলে সাহেদুল ইসলাম (২৫), দিয়াড়পাড়া গ্রামের হাসান মোল্লার ছেলে ইয়াকুব আলী মোল্লা (২৭) ও লক্ষ্মীপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো. সুজন (১৮)।

চাটামোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, চাটমোহরে গ্রেফতাররা সবাই জামায়াতের কর্মী। বৃহস্পতিবার তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জেলার ১১ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতকসহ আরো ৯৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
                         
একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।