যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজার সামনে ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল অংশে সেতুর টোল প্লাজারের সামনে এই ঘটনা ঘটেছে বলে ওই ভিডিওতে দাবি করা হচ্ছে। এতে করে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে।

তবে পুলিশ বলছে, এটি মিথ্যা এবং আতঙ্ক ছড়ানোর জন্য একটি গুজব।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘চার পাশে লোক থাকলেও কেউ কিছু বলছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় থাকছে। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণ বন্দী। বাংলার মানুষ জেগে ওঠো। অন্যায়ের প্রতিবাদ হোক সর্বত্র।’

আরও পড়ুন-
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু
চা-শ্রমিক বিষ্ণু হাজরার বৃক্ষপ্রেম ও সবুজ বিপ্লবের গল্প
খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করলো জুম্ম ছাত্র-জনতা

তবে পুলিশের দাবি, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার জুড়ে কোনো আইল্যান্ড নাই।

যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজুলেশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ডাকাতির ঘটনায় আমাদের জিরো টলারেন্স। এ ঘটনা টাঙ্গাইলের নয়। এছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের অ্যাকটিভ সিসি ক্যামেরা রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।